দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি ও সনদ বিতরণ
প্রকাশকালঃ ৭/৯/২০২৪
‘মেধা ও মননে উন্নত প্রজন্ম বদলে দিবে বিশ্ব’ এই স্লোগানকে সামনে রেখে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশের বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান-২০২৪ সম্পন্ন হয়েছে।
গত ২৭ এপ্রিল-২০২৪ তারিখে রাজধানীর সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসানের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক কমিশনার , বিগ্রেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন (অবঃ)। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ডিবেট এসোশিয়েশনের সভাপতি , সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের তৎকালীন পরিচালক মুহাম্মদ সালাহ উদ্দিন , সদস্য সচিব মীর শিহসব উদ্দিন , সদস্য সচিব রেজাউল করিম শাকিল , উপ সদস্য সচিব তাহমিদ হুজায়ফা সহ বিভিন্ন অঞ্চল পরিচালকবৃন্দ।